ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট
ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লেয়াউট কেমন হবে। হেডারে কোথায় মেনু থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। আর এই ডিজাইন নির্ধারণ করতে ব্যাবহার করতে হবে কিছু প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণটিতে থাকছ
এইচটিএমএল, সিএসএস
এসইচটিএমএল ৫, সিএসএস ৩
জাভাস্ক্রিপ্ট, জেকিউয়ারি
জেকোয়ারী প্লাগিন্স এর ব্যাবহার
পিএসডি টু এসইচটিএমএল ৫- সিএসএস ৩
বুটস্ট্র্যাপ এর ব্যাবহার
প্রফেশনাল পিএইচপি
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন
ওয়েব টেমপ্লেট তৈরি
রেসপনসিভ লেয়াউট ডিজাইন
এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস কনভার্শন
আপওয়ার্ক , ফাইবার , পিপল পার আওয়ার এ প্রোফাইল ডেভেলপ করা, কাজে এপ্লাই করার টিপস এবং সিক্রেট,বিডিং টেকনিক। এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ হাতে কলমে শেখানো সহ পূর্ণ সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখানো হবে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে রিয়েল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ হিসেবে নিশ্চিত করুন।
গ্রাফিক্স ডিজাইন এবং মাল্টিমিডিয়া প্রোগ্রামিং
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের অন্যতম একটি মাধ্যম হল গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন এমনি একটি ক্ষেত্র, যার চাহিদা দিন দিন বেড়েই চলছে। একজন প্রফেশনাল ডিজাইনার মাসে হাজার ডলারেরও উপরে আয় করতে পারেন। Odesk, Elance , Fiverr, Peopleperhou গ্রাফিক ডিজাইন প্রচুর কাজ পাওয়া যায় । যারা নতুন ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চান তারা গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন । বাংলাদেশেও এর চাহিদা অনেক রয়েছে। তবে নারীদের জন্য এটি একটি ভাল সেক্টর। আমার জানা মতে বাংলাদেশের অনেক নারী অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে প্রচুর টাকা আয় করছেন। তবে এ কাজ ভালো করে শিখতে হবে।
গ্রাফিক্স ডিজাইনের যেসব কাজ পাবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে…
১. লোগো ডিজাইন
২. বিজনেস কার্ড ডিজাইন
৩. ব্যানার/পোস্টার ডিজাইন
৪. ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি
৫. স্টিকার ডিজাইন
৬. প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন
৭. ইমেজ এডিটিংএন্ড রিসাইজ
৮. ফটো রিটাচিং
৯. স্কেচ তৈরি/ড্রয়িং করা
গ্রাফিক্স ডিজাইন এর একটি অংশ হচ্ছে লোগো ডিজাইন । তবে এটি ছাড়াও আরও অনেক কাজ রয়েছে গ্রাফিক্স ডিজাইনে। যেমন বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার/পোস্টার ডিজাইন,ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি, স্টিকার ডিজাই, প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন, ইমেজ এডিটিং এন্ড রিসাইজ ইত্যাদি। তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে ইন্টোরিয়র ডিজাইন এরও ব্যাপক চাহিদা রয়েছে ব্যানার, বিলবোর্ড থেকে শুরু করে বিভিন্ন কভার পেইজের ডিজাইন এর কাজও পাওয়া যায় অনলাইনে। । একটি ঘরের ভিতর বিভিন্ন অংশ কেমন হবে সেটা ডিজাইন করা। তাছাড়া বিভিন্ন দোকানের ডিজাইন এর কাজ পাওয়া যায়।